বিয়েবাড়িতে খাবারের প্লেট হাতে নেওয়ায় দলিত যুবককে মারধর!
ODD বাংলা ডেস্ক: বিয়েবাড়িতে খাবারের প্লেটে হাত দেওয়ায় এক দলিত যুবককে মারধর করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের গোন্ডার ওয়াজিরগঞ্জ এলাকায়। এই ঘটনায় গত শনিবার অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।গত শুক্রবার গ্রামে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন লাল্লা নামে ১৮ বছর বয়সি এক যুবক। সন্দীপ পান্ডে নামে এক যুবকের বাড়িতে খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। খাবার খাওয়ার জন্য নিজেই প্লেট হাতে তুলে নিয়েছিলেন লাল্লা। অভিযোগ, এ কারণেই সন্দীপ ও তাঁর ভাইয়েরা মিলে লাল্লাকে মারধর করেন। ভাইকে বাঁচাতে গেলে আক্রান্ত হন লাল্লার দাদা সত্যপালও। তাঁদের বাইকেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
Post a Comment