'চৌকাঠেই শুয়ে রইলেন দেবাংশু...', তৃণমূল ছাড়ার জল্পনার মাঝেই খোঁচা বামেদের

ODD বাংলা ডেস্ক: দেবাংশু ভট্টাচার্যের 'Left All Job At All India Trinamool Youth Congress' ফেসবুক আপডেটের পর থেকেই রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। তবে কি অভিমানে তৃণমূল ছেড়ে দিলেন এই যুব নেতা? এই নিয়ে যখন জল্পনা উসকে উঠেছে ঠিক তখনই দেবাংশুকে কটাক্ষ করতে ছাড়ছেন না বামপন্থী কর্মী সমর্থকরা। ফেসবুক জুড়ে কমেন্টের বন্যা। 'চৌকাঠেই শুয়ে রইল বন্ধু দেবাংশু'। এমনই মন্তব্য করে একটি ফেসবুক পোস্ট করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। দেবাংশুকে 'বন্ধু' সম্বোধন করে বামপন্থী আইনজীবী সায়ন লিখেছেন, "চৌকাঠেই শুয়ে রইল বন্ধু দেবাংশু ভট্টাচার্য। নতুন যুব তৃনমূলের কমিটি থেকে বাদ। মুকুল, সব্যসাচী, রাজীব চৌকাঠ পেরিয়ে বিজেপি থেকে তৃনমূলে এসে নেতা হয়ে হয়ে গেল। শুধু মাঝখান থেকে বন্ধুর সাথে খেলা হয়ে গেল। শ্রেয়া পাণ্ডে, যার প্রথম এবং শেষ পরিচয় প্র‍য়াত মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে সেও এই কমিটির সম্পাদক। দু'বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হিটলারকে খুঁজে পাওয়া সায়নী ঘোষ এই কমিটির সভাপতি।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.