চলতি মাসেই চলবে ঢাকা মেট্রো, কলকাতার থেকে ভাড়া অনেক বেশি!
ODD বাংলা ডেস্ক: কিছু দিন আগেই পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে বাংলাদেশ। এবার ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুতগামী করার লক্ষ্যে মেট্রো রেল পরিষেবাও চালু হতে চলেছে সেখানে।সব কিছু পরিকল্পনামাফিক ভাবে এগোলে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের ‘বিজয় দিবস’-এর দিন আনুষ্ঠানিক ভাবে যাত্রীসাধারণের জন্য খুলে যাবে ঢাকা মেট্রোর দরজা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আনুষ্ঠানিক উদ্বোধনের পর কয়েক দিন ১০ মিনিট অন্তর মেট্রো চালানো হবে।মেট্রোরেলে যাত্রীদের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত গেলে এক জন যাত্রীর খরচ হবে ১০০ টাকা। প্রতি কিলোমিটার পিছু পাঁচ টাকা করে ভাড়া নির্ধারিত হয়েছে।
Post a Comment