বৌদি মীরার হাতে কষিয়ে থাপ্পড় খেলেন দেওর ঈশান!


ODD বাংলা ডেস্ক: ঈশান খট্টর ও মীরা রাজপুত বলিউডের অন্যতম চর্চিত দেওর-বৌদি জুটি। তাঁদের খুনসুটির ঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শক। দু’জনের মধ্যে এই ভাব, এই আড়ি। শাহিদ কপূরের সৎভাইয়ের সঙ্গে মীরার দুষ্টুমিষ্টি ভিডিয়ো দেখতে ভালবাসেন তাঁদের অনুরাগীরা। নিরাশ করেন না টিনসেল টাউনের এই দেওর-বৌদি জুটিও। তবে এ বার যা হল, তা দেখে একটু ঘাবড়ে গেলেন সকলে। স্ত্রী ও ভাইয়ের ঝামেলায় বসে বসে ইন্ধন জোগাচ্ছেন শাহিদ। হঠাৎই রেগে ঈশানকে চড় কষালেন শাহিদ-পত্নী। মীরা বলছেন, ‘‘ঈশান, একদম বোকা সাজার ভান কোরো না। চুপ করে থাকবে।’’ ভাইকে এ ভাবে কথা শোনাচ্ছেন মীরা। এ দিকে সোফায় বসে দেখছেন শাহিদ! দু’জনের কারও মধ্যে কোনও মিটমাট করানোর বিষয়ে ভ্রুক্ষেপ নেই তাঁর। বরং ঈশানকে উস্কে দেন তিনি। শাহিদ বলেন, ‘‘কেমন পুরুষ তুমি, তোমার পৌরুষকে অপমান করছে, কী করছ তুমি?’’গোটা বিষয়টাই নিঃসন্দেহে মজার ছলেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.