দুর্নীতিগ্রস্থ স্কুল শিক্ষক নয়, এখন বেসরকারি চাকুরেদের অগ্রাধিকার পাত্রীদের পরিবারের!


ODD বাংলা ডেস্ক: চলছে বিয়ের মরশুম। এদিকে সম্প্রতি চিন্তার ভাঁজ ঘটকদের কপালে। কয়েকদিন আগে পর্যন্ত সরকারি স্কুল শিক্ষক পাত্রকে জামাই করতে তুমুল আগ্রহ ছিল পাত্রীদের পরিবারের। কিন্তু, এসএসসি-র দুর্নীতি সামনে আসতেই বদলেছে ছবিটা। SSC নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে ১৮৩ জন এবং পরে ৪০ জন 'অযোগ্য' শিক্ষকের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত। এরপর থেকেই মেয়ের ভবিষ্যতের কথা ভেবে মন বদলেছেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক পূর্ব মেদিনীপুরের এক পাত্রীর মা বলেন,”শিক্ষকদের থেকে চাষবাস করা পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছি। অন্তত মেয়ের জীবনে অনিশ্চয়তা থাকবে না।” এদিকে সমস্যায় ঘটকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.