বিরাট দুর্নীতি, কোটি কোটি টাকার লেনদেন! পার্থ-মানিকের বিরুদ্ধে 'মারাত্মক অস্ত্র' ইডির


ODD বাংলা ডেস্ক:  প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র দেখছে ইডি। ইডির দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। কারণ এই সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের নাম থাকলেও, রয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও।গ্রেফতারের পর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দিলেও, তদন্তের অগ্রগতি থেকে পার্থর যে যোগ উঠেছে, তাই জন্যই সাপ্লিমেন্টারি চার্জশিটেও তাঁর নাম দেওয়া হয়েছে বলেই ইডি সূত্রে দাবি। সূত্রের খবর, শিক্ষামন্ত্রী থাকাকালীন প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কী ভাবে পার্থ চট্টোপাধ্যায়ের যোগসূত্র ছিল, তা তুলে ধরা হয়েছে এই চার্জশিটে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.