'রিমোট ভোটিং' চালু করল কমিশন,নিজের কেন্দ্রে না থাকলেও দেওয়া যাবে ভোট

ODD বাংলা ডেস্ক: নিজের লোকসভা বা বিধানসভা কেন্দ্র ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় ভোট দিতে পারছেন না? এবার সেই সমস্যা সমাধানে ব্যবস্থা নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে Remote Electronic Voting Machine। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই তৈরি করা হয়েছে Multi-Constituency Electronic Voting Machine। এই EVM-র মাধ্যমে একাধিক কেন্দ্রের ভোট দেওয়া যাবে বলে জানিয়েছে কমিশন। আগামী ভোটে এই পরীক্ষামূলকভাবে এই EVM ব্যবহারের পরিকল্পনা রয়েছে কমিশনের। আগামী ১৬ জানুয়ারি রাজনৈতিক দলগুলির সামনে এই EVM কী ভাবে কাজ করে, তা হাতে কমলে দেখাবেন কমিশনের পদস্থ কর্তারা। তাঁদের দাবি, এই মেশিনের মাধ্যমে একসঙ্গে ৭২টি কেন্দ্রের ভোট দেওয়া যাবে। পাশাপাশি, এই EVM চালানোর জন্য কোনও কানেকটিভির প্রয়োজন হবে না বলে জানিয়েছে কমিশন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.