ট্য়াংরায় রাবার কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন
ODD বাংলা ডেস্ক: সাতসকালে ট্যাংরায় বিধ্বংসী আগুন। অত্যন্ত ঘিঞ্জি এলাকায় আচমকা আগুন লেগে ভস্মীভূত বেশ কয়েকটি বাড়ি। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত মিলিয়েছেন স্থানীয় বাসিন্দারা।সোমবার সকালে ট্যাংরার ৬৪, জিসি দে রোডে একটি রাবার কারখানায় এবং তার সংলগ্ন একটি মজুতঘরে হঠাৎই আগুন লাগে। কারখানার রাবারের হাওয়াই চপ্পল ও তার কাঁচামালের মতো দাহ্য পদার্থ পেয়ে হুহু করে ছড়িয়ে পড়ে আগুন। আশপাশের কয়েকটি বাড়িতেও আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় আতঙ্কিত হয়ে পড়েন গোটা এলাকার বাসিন্দারা।
Post a Comment