ইকো পার্কে কেন অরিজিৎ সিংয়ের কনসার্ট বাতিল? কী বললেন ফিরহাদ
ODD বাংলা ডেস্ক: গায়ক অরিজিৎ সিংয়ের কলকাতা কনসার্ট ঘিরে এবার রাজনৈতিক টানাপোড়েন শুরু। ১৮ ফেব্রুয়ারি ইকো পার্কে এই শো হওয়ার কথা ছিল। কিন্তু, অন্যত্র সরছে সেই শো। ইতিমধ্যেই বিকল্প হিসেবে মিলনমেলা প্রাঙ্গণ, নিকো পার্ক অথবা অ্যাকোয়াটিকা কথা ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “ওই সময় জি ২০ সম্মেলন রয়েছে। অনেক ভিড় হচ্ছে। তার উপর এত বড় অনুষ্ঠান করলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে । পুলিশ মনে করেছে এই সময় সেখানে বড় কোনও অনুষ্ঠান হলে আইন শৃঙ্খলার অবনতি হবে।" সেক্ষেত্রে পুলিশের অনুমতি না নিয়ে কীভাবে এই আয়োজন করা হল? তা নিয়ে প্রশ্ন উঠছে।
Post a Comment