তিন স্টেপে ফ্রিজটি পরিষ্কার করুন
ODD বাংলা ডেস্ক: অন্যতম গুরুত্বপূর্ণ হোম অ্যাপ্লায়েন্স হচ্ছে রেফ্রিজারেটর। যা আমারা ফ্রিজ বলে থাকি। মাছ, মাংস, শাক-সবজি থেকে শুরু করে যে কোনো খাবার দীর্ঘদিন ধরে খাবার সংরক্ষণ করতে আমরা সবাই এই ফ্রিজ এর উপর নির্ভরশীল । তবে, ফ্রিজ যদি অপরিষ্কার থাকে এর থেকে তৈরি হতে পারে নানা রকম অসুবিধা।
ফ্রিজ এমন একটা জিনিস যা ছাড়া আমরা অচল। পুজার ছুটিতে তাই কোমর বেঁধে নেমে পড়ুন সাফ করতে। ফ্রিজের নোংরা পরিষ্কার করা কিন্তু খুব একটা কঠিন নয়। আপনার জন্য রইল সহজ গাইডলাইন। খাবার হিমায়িত করে রাখার কারণে ফ্রিজে স্বভাবতই জীবাণু বাসা বাঁধে। তাই নিয়মিত ফ্রিজ পরিষ্কার করা জরুরি। নতুবা খাবার নষ্ট হয়ে যায় ও ফ্রিজও ভালো থাকে না।
>> বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ফ্রিজটির দরজা খুলে রাখুন। দেখবেন বরফ এমনিতেই গলে যাবে। বরফ সরাতে আপনার আর কষ্ট করতে হবে না। ফ্রিজের সব জিনিস একে একে বের করে নিন। এতে পরিষ্কার করতে সুবিধা হবে। এবার ফ্রিজের খাবারগুলো একটি বালতিতে ভরে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ফলে বরফ গলে যাবে না। ফ্রিজ ধুতে দেরি হলেও আপনার খাবার ভালো থাকবে।
>> ফ্রিজের র্যাক, ড্রয়ার ও ছোট সেলফগুলো খুলে রেখে দিন। এবার আলাদাভাবে হালকা গরম জলে ডিটারজেন্ট মিশিয়ে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর স্পঞ্জ দিয়ে ভালো করে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। এবার শুক্নো কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন।
>> ডিটারজেন্ট মেশানো জলএকটি বোতলে ভরে ফ্রিজের ভেতরে স্প্রে করুন। এবার নরম স্পঞ্জ দিয়ে ভালোভাবে ঘষে নিন। ব্রাশ দিয়ে ফ্রিজের কর্নারের রাবারগুলো ভালো করে পরিষ্কার করে নিন। এর পর পুরো ফ্রিজ মুছে নিন। র্যাক, ড্রয়ার এবং ছোট সেলফগুলো আবার আগের জায়গায় রাখুন।
>> পরিষ্কারের সঙ্গে সঙ্গেই সুইচ অন করে দেবেন না। ঘণ্টা দুয়েক পর অন করুন। সব শেষে ফ্রিজের মধ্যে এক টুকরা লেবু কেটে রেখে দিন। এতে ফ্রিজ গন্ধ হবে না।
Post a Comment