বিদেশযাত্রা করছেন? এবার তিন দিনেই মিলবে পাসপোর্ট!
ODD বাংলা ডেস্ক: জরুরি পরিস্থিতিতে বিদেশে যাত্রার জন্য আর বেশি সময় লাগবে না পাসপোর্টের জন্য। আবেদনের তিন দিনের মধ্যেই মিলতে পারে পাসপোর্ট। এখন যা পেতে দিন ছয় থেকে সাত দিন লাগে। এর ফলে আপৎকালীন পরিস্থিতিতে পাসপোর্ট পেতে যাত্রীদের আরও সুবিধা হবে। তবে সাধারণ পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রেও সময় আরও কম লাগছে বলেই জানাচ্ছেন কলকাতা রিজিওনাল পাসপোর্ট অফিসার আশিস মিদ্দা। কাউকে বাড়তি টাকা দিয়ে নয়। পাসপোর্ট করতে অন্তত তিনটি আসল শংসাপত্র লাগবে বলে জানান তিনি। একই সঙ্গে অনেকক্ষেত্রে দেখা যায়, তৎকাল পাসপোর্টের ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশনে যেতে দেরি করলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। যখন পুলিশ যায়, ততদিনে হয়তো ওই ব্যক্তি বিদেশ চলে গিয়েছেন। সেক্ষেত্রে বাড়ির লোককে তাঁর আসল পরিচয়পত্র দেখানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে মিদ্দার বক্তব্য, পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে ওই ব্যক্তি কাগজপত্র নিয়ে স্থানীয় থানায় গেলেই পুলিশি ভেরিফিকেশন সঙ্গে সঙ্গে হয়ে যায়। আগে এই প্রক্রিয়াতে অনেকটা সময় লাগত। এখন অনলাইনে কোনও সমস্যা নেই।
Post a Comment