গুজরাতের ভোট-ইতিহাসে সবচেয়ে খারাপ ফল কংগ্রেসের!


ODD বাংলা ডেস্ক: আভাস ছিল ভোটের মাস কয়েক আগে থেকেই। সেই আভাসকে আরও শক্তপোক্ত ভিতে দাঁড় করিয়ে দিয়েছিল সবক’টি বুথ ফেরত সমীক্ষা। সোমবার গুজরাতে দ্বিতীয় তথা শেষ পর্বের বিধানসভা ভোটের পর সবক’টি সমীক্ষাই বিজেপিকে বিশাল ব্যবধানে এগিয়ে রাখার পাশাপাশি কংগ্রেসের নজিরবিহীন খারাপ ফলের পূর্বাভাস দিয়েছিল। বৃহস্পতিবার ফল প্রকাশ হওয়া শুরু হতেই মিলতে শুরু করল সেই পূর্বাভাস। স্পষ্ট হয়ে গেল, নরেন্দ্র মোদী-অমিত শাহের রাজ্যের রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দল।ভোটগণনার প্রবণতা বলছে ১৮২ আসনের গুজরাত বিধানসভায় বিজেপির আসন ১৫৮ পৌঁছে জেতে পারে। ভেঙে যাচ্ছে ১৯৮৫-র বিধানসভা ভোটে কংগ্রেসের ১৪৯টি আসনে জেতার রেকর্ড। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.