নতুন বছরে নিজেকে দিন এই প্রতিশ্রুতিগুলি, নিতে পারেন এইসব নিউ ইয়ার রেজলিউশন
ODD বাংলা ডেস্ক: একটা গোটা বছরের অবসান ঘটিয়ে আসতে চলেছে একটা নতুন বছরের। আর এই নতুন বছর আসলেই মানুষজন নিজের কাছে একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে থাকেন। আপনিও কি নিজেকে দিতে চান এমন কিছু কথা, যা আপনার আগামী বছরটাকে করে তুলবে আরও সুন্দর! তাহলে দেখে নিন নিজের কাছে কী কী প্রতিশ্রুতি রাখতে পারেন-
১. একটা ভালো কথা অনেক জটিল পরিস্থিতিও ঠিক করে দিতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নতুন বছরে প্রতিদিন কোনও একজন ব্যক্তির প্রশংসা করুন। দেখুন পাল্টা প্রশংসা আপনও পাবেন।
২. পড়াশোনায় অনেক বেশি করে মন দেবেন। বেশিরবাগ পড়ুয়াই এমন প্রতিশ্রুতি দিয়ে থাকেন নিজেকে এবং বাবা-মাকে। তবে, পরীক্ষায় ভালো ফল করতে এই রেজলিউশন নিতে পারেন মন থেকে।
৩. কাজের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া প্রয়োজন। কিন্তু আলস্যের কারণে, তাকে ঘাটতি দেখা দেয়। নতুন বছর থেকে নিয়ম করে শরীর চর্চা করবেন। এটাও নিতে পারেন নিউ ইয়ার রেজলিউশন হিসেবে।
৪. আরও একটু বেশি দয়ালু হওয়ার প্রতিশ্রুতি নিতে পারেন। দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো থেকে পশুপাখীদের প্রতি দয়ালু হন।
৫. বইয়ের থেকে ভালো বন্ধু আর একটিও হয় না। জ্ঞানের পরিধি বাড়ানোর সঙ্গে সঙ্গে সময় কাটানোর জন্যও সবথেকে ভালো সঙ্গী বই। প্রতি মাসে একটি করে বই পরে ফেলার চেষ্টা করুন।
৭. মন থেকে ঔদ্ধত্ব দূর করে সমস্ত মানুষকে সম্মান দেওয়ার অভ্যাস আরও বেশি করে নিজের মধ্যে নিয়ে আসা প্রয়োজন।
Post a Comment