প্রায় ৪ দশকের ‘ধারায়’ পড়বে ইতি? হিমাচলে জোরদার টক্করের ইঙ্গিত সমীক্ষায়
ODD বাংলা ডেস্ক: পাঁচ বছর অন্তর হিমাচল প্রদেশের পালাবদলের যে ধারা চলছিল চার দশক ধরে, তাতে কি ইতি পড়তে চলেছে? একাধিক বুথফেরত সমীক্ষায় সেরকম দাবি করা হলেও কংগ্রেসও এগিয়ে আছে একটি বুথফেরত সমীক্ষায়। আবার একটি সমীক্ষায় দুই দলেরই সমান সংখ্যক আসন ঠেকেছে। সংশ্লিষ্ট মহলের মতে, লড়াইটা অত্যন্ত হাড্ডাহাড্ডি হবে।
ইন্ডিয়া টু'ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা বলছে, হিমাচলে ৪৪ শতাংশ পুরুষ বিজেপিকে ভোট দিয়েছেন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪৩ শতাংশ ভোট। অন্যান্য দল ১৩ শতাংশ ভোট পেতে পারে। অন্যান্য অনগ্রসর শ্রেণি জাতির (ওবিসি) মধ্যে ৪৬ শতাংশ ভোট পাবে বিজেপি। কংগ্রেস পাবে ৪৩ শতাংশ ভোট। বাকিদের ঝুলিতে ১১ শতাংশ ভোট যাবে।তফসিলি উপজাতির মধ্যে ৪৪ শতাংশ ভোট পাবে বিজেপি। কংগ্রেস পাবে ৪৩ শতাংশ ভোট। বাকিদের ঝুলিতে ১৩ শতাংশ ভোট যাবে।
টাইমস নাও-ইটিজি বুথফেরত সমীক্ষা বলছে, হিমাচল প্রদেশে ৩৪ থেকে ৪২ টি আসনে জিততে পারবে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২৪ থেকে ৩২ টি আসন। আপের ঝুলিতে কোনও আসন যাবে না। একটি থেকে তিনটি আসনে জিততে পারে নির্দল।
Post a Comment