এই কয় উপায় ব্যবহার করুন গ্লিসারিন ও গোলাপ জল, এতে দূর হবে একাধিক সমস্যা

 


ODD বাংলা ডেস্ক: শীতের সময় রুক্ষ্ম ভাব, ত্বক ফাটার সমস্যা, চুলকানি, ফুসকুড়ির মতো সমস্যা দেখা দেয়। এর থেকে মুক্তি পেতে ব্যবহার করুন গ্লিসারিন ও গোলাপ জল। জেনে নিন এটি ত্বকের জন্য উপকারী কি না।


গ্লিসারিন ও গোলাপ জল দিয়ে টোনার বানিয়ে নিন। একটি স্প্রে বোতলে ৪ টেবিল চামচ গোলাপ জল ও ২ চা চামচ গ্লিসারিন মেশান। তা মুখে টোনার হিসেবে ব্যবহার করুন। এতে ত্বকের রুক্ষ্ম ভাব দূর হবে।


গ্লিসারিন ও গোলাপ জল দিয়ে ক্লিনজার বানিয়ে নিন। দেড় কাপ গোলাপ জল নিন। এতে মেশান ২ টেবিল চামচ কাস্টাইল সোপ। মেশান ১ টেবিল চামচ গ্লিসারিন। ১ টেবিল চামচ ভিটামিন ই অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি ক্লিনজার হিসেবে।


গ্লিসারিন ও গোলাপ জল দিয়ে বানিয়ে নিন ফেসিয়াল মাস্ক। একটি পাত্রে ১ টেবিল চামচ গ্লিসারিন নিন। ১ টেবিল চামচ গোলাপ জল। এতে মেশান ২ থেকে ৩ ড্রপ সিরাম। এবার এটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহেত ২ বার পর্যন্ত ব্যবহার করুন এই প্যাক।


গ্লিসারিন ও গোলাপ জল দিয়ে বানিয়ে নিন ময়েশ্চরাইজার। একটি পাত্রে ১ টেবিল চামচ গ্লিসারিন নিন। তাতে মেশান ৪ টেবিল চামচ গোলাপ জল। ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখে লাগান। যাদের মুখ খুবই রুক্ষ্ম তারা এটি ব্যবহার করতে পারেন।


গ্লিসারিন ও গোলাপ জল দিয়ে সিরাম বানাচে পারেন। ২ টেবিল চামচ গ্লিসারিন, ১ টেবিল চামচ গোলাপ জল, ২ টেবিল চাচম অ্যালোভেরা জেল, হাফ টেবিল চামচ অরগ্যান অয়েল, ৫ ড্রপ এসেন্সিয়াল অয়েল নিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি একটি বোতলে ঢেলে নিন। এটি সিরাম হিসেবে ব্যবহার করতে পারেন।


গ্লিসারিন ও গোলাপ জল ব্যবহারে সাইড এফেক্স-


গ্লিসারিন ও গোলাপ জল দিয়ে ফেসপ্যাক থেকে সিরামের মতো উপাদান তৈরি করা সম্ভব। তবে, এটি সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত নয়। গ্লিসারিন ও গোলাপ জল ব্যবহারে অনেকের চুলকালি, ব্রণ ও লাল ভাব দেখা যায়। কারও ত্বক ফুলে যায়। তেমনই কারও ত্বকে জ্বালা করে। তাই মেনে চলুন এই বিশেষ টিপস। ত্বকে তা উপযুক্ত কি না তা জেনে তবেই তা ব্যবহার করুন। মেনে চলুন এই সকল টোটকা। মিলবে উপকার। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.