বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট বুকিং শুরু, ভাড়া কত

ODD বাংলা ডেস্ক: শুক্রবার ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি দেশের সপ্তম বন্দে ভারত হলেও, পূর্ব ভারতে এটিই প্রথম বন্দে ভারত। যা সফর করবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেও রবিবার থেকে শুরু হচ্ছে ট্রেনটির কমার্শিয়াল রান। অর্থাৎ ১ জানুয়ারি ২০২৩ থেকে বন্দে ভারতে সফর করতে পারবেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে বন্দে ভারতের ভাড়ার তালিকা।বন্দে ভারত এক্সপ্রেসে দু'ধরনের কোচ রয়েছে। একটি AC চেয়ার কার ও অপরটি এক্সিকিউটিভ চেয়ার কার। IRCTC-র দেওয়া তথ্য অনুযায়ী, AC চেয়ারকারের ভাড়া রয়েছে 1565 টাকা। অন্যদিকে এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া রয়েছে 2825 টাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.