পাওয়া গেল মানুষের মাংসখেকো বিড়াল!

ODD বাংলা ডেস্ক: বিড়াল ও বাঘ একই গোত্রের প্রাণি। তবে আমরা দেখে থাকি বিড়াল কখনোই মানুষের মাংস খয় না বরং মানুষের কাছে পোষা প্রাণী হিসেবে বসবাস করে। তবে দেখা গেল বিড়ালও খাচ্ছে মানুষের মাংস! যুক্তরাষ্ট্রে একটি গবেষণা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত প্রকাশিত হয় আইএফএল সায়েন্স নামে একটি পত্রিকায়।

আইএফএল সায়েন্স সূত্রে জানা যায়, বিড়াল নিয়ে গবেষণার এক পর্যায়ে বিজ্ঞানীরা চল্লিশটির মতো মানুষের মরদেহ কয়েকটি বিড়ালের চারদিকে ফেলে রাখেন। এগুলো বেশ আগে মৃত মানুষের দেহ ছিল, কয়েকটিতে পচনও ধরেছিল। বিড়ালগুলো প্রথমে মরদেহগুলোর দিয়ে এগিয়ে যায় ও কাছে গিয়ে শুঁকে দেখে, হালকা ধাক্কা দেয়। এরপর হঠাৎই এরা মরদেহগুলোর গলার কাছ থেকে মাংস খেতে শুরু করে!

বিজ্ঞানীরা বলছেন, কয়েক হাজার বছর আগে বিড়ালও রীতিমতো শিকারী-মাংসাশী প্রাণি ছিল। কালের পরিবর্তনে বিড়াল এখন মানুষ শিকার করে না বা মানুষের মাংস খায় না। তবে এদের ডিএনএতে সেই স্মৃতি এখনো লেখা আছে। তাই সহজাত তাগিদে মানুষের মাংস খাওয়া বেড়ালের পক্ষে অস্বাভাবিক নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.