খাবারে চুল পড়েছে কেন? রাগে স্ত্রীর মাথাই কামিয়ে দিলেন স্বামী!
ODD বাংলা ডেস্ক: খাবারে চুল পড়ায় এক মহিলার মাথা মুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের পীলভীতের গজরৌলা থানা এলাকার।মহিলার অভিযোগ, সকলে একসঙ্গে খেতে বসেছিলেন। সেই সময় খাবারের মধ্যে চুল দেখতে পান তাঁর স্বামী। কেন খাবারে চুল পড়ল, এই অভিযোগ তুলে তাঁকে গালিগালাজ করতে শুরু করেন। শুধু তাই-ই নয়, তাঁর হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে মারধর করেন বলে অভিযোগ।মহিলার আরও অভিযোগ, এই ঘটনা যখন ঘটছিল, তাঁর শাশুড়ি, দেওর সামনে দাঁড়িয়ে ছিলেন। তাঁকে মারধর করার জন্য উস্কাচ্ছিলেন তাঁরা। তিনি যখন প্রতিবাদ করতে যান তখন মাথা মুড়িয়ে দেওয়া হয়। শুধু তাই-ই নয়, তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করার চেষ্টাও করেন স্বামী।
Post a Comment