‘মদ খেলে মরবেই’, বিষমদ কাণ্ডে ‘ক্ষতিপূরণে’র সম্ভাবনা উড়িয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

ODD বাংলা ডেস্ক:  মদ কাণ্ডে উত্তাল ‘ড্রাই’ বিহার। বিজেপি বিধায়কদের বাক্যবাণে মেজাজ হারিয়ে ফেলে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রাক্তন জোট শরিকদের ‘মাতাল’ বলে তোপ দেগেছেন। পাটনায় তিনি বলেন, ”যারাই মদ খাবে তারাই মরবে। উদাহরণ সামনেই রয়েছে। খেলেই মরবে।” পাশাপাশি তিনি দাবি করলেন, তাঁর রাজ্যে মদ নিষিদ্ধ। কিন্তু যেসব রাজ্যে তা নিষিদ্ধ নয়, সেখানেও বহু মানুষ বিষমদ খেয়েই মারা যান। নীতীশের কথায়, ”আপনারা জানেন, বাপু (মহাত্মা গান্ধী) মদ নিষিদ্ধ করতে চাইতেন। এবং সারা পৃথিবীতে হওয়া গবেষণা থেকে জানা গিয়েছে, মদক কতটা খারাপ, এর জন্য কত মানুষকে মরতে হয়েছে। বিষমদ খেয়ে অসংখ্য মানুষ মারা গিয়েছে। এটা দেশের সর্বত্রই দেখা গিয়েছে। আমরা তো কড়া পদক্ষেপ করছিই। কিন্তু মানুষকে আরও সতর্ক হতে হবে। মনে রাখতে হবে, যেখানে মদ নিষিদ্ধ সেখানে মদ পাওয়া যাচ্ছে মানেই খারাপ কিছুই বিক্রি হচ্ছে।” সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, মৃতদের পরিবারকে কোনও রকম ‘ক্ষতিপূরণ’ দেবেন না তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.