সীমান্তে ভারত-চিন সংঘর্ষ ঘিরে উত্তাল দেশ, জরুরি বৈঠকের ডাক
ODD বাংলা ডেস্ক: গালওয়ানের স্মৃতি ফিরেছে তাওয়াঙে। গত ৯ ডিসেম্বর অরুণাচল সীমান্তে চিন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। ঘটনায় উত্তাল দেশ। একযোগে শাসকদলকে আক্রমণে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই মর্মে এবার জরুরি বৈঠকের ডাক দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার দুপুরে এই বৈঠক বসবে। যেখানে প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, CDS অনীল চৌহান, স্থালসেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে, জলসেনা প্রধান আর হরি কুমার এবং বায়ুসেনা প্রধান মার্শাল ভি আর চৌধুরী। এছাড়াও এই বৈঠকে থাকবেন বিদেশ সচিব বিনয় মোহন কাটরা এবং প্রতিরক্ষা সচিব বিনয় মোহন গিরিধর আরামানে।
Post a Comment