ড্রোন হামলা রুখতে নয়া হাতিয়ার, ‘ফৌজি বাজপাখি’ তৈরিতে নজর সেনার


ODD বাংলা ডেস্ক: শত্রু ড্রোনের শিকার এবার বাজ পাখি নামাচ্ছে ভারতীয় সেনা। চলতি সপ্তাহে উত্তরাখণ্ডের আউলিতে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে ভারত ফৌজ। সেখানেই একটি পোষা বাজ পাখি সামনে আনলেন সেনাকর্তা ও জওয়ানরা। এই যৌথ মহড়ায় ওই বাজটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে সেনা সূত্রে খবর। প্রসঙ্গত, শত্রু ড্রোন শিকারে পারদর্শী ওই বাজটির কোড নেম ‘অর্জুন’ বলেও জানা গিয়েছে। সেনার এক আধিকারিক জানিয়েছেন, এই ধরনের আরও বাজ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর আরও দাবি, ড্রোনের অবস্থান জানানোর ক্ষেত্রে ‘অর্জুন’ সিদ্ধহস্ত। অনেক উঁচু থেকে ঠিক ড্রোন চিনে নেয় সে। অন্যদিকে ড্রোনকে একটি নির্দিষ্ট মিশনের জন্য পাঠানো হয়। ফলে তার উপর যে পাখি দিয়ে নজরদারি করা সম্ভব। তা অনেক সময়ই বুঝতে পারেন না সেনা কর্তারা। তবে শুধু ড্রোন নয়, শত্রুর বাঙ্কারের অবস্থান জানতেও এই ধরনের বাজ পাখি ব্যবহার করা হয় বলে জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.