বিজ্ঞাপন নীতি স্পষ্ট করতে হবে! গুগলকে কড়া বার্তা দিল কেন্দ্র

ODD বাংলা ডেস্ক: সার্চ, ম্যাপস সহ অন্যান্য পরিষেবার জন্য জনপ্রিয় হলেও Google - এর ব্যবসা চলে বিজ্ঞাপন ইন্টারনেটে দেখিয়ে। অনলাইন দুনিয়ায় এখনও প্রধান বিজ্ঞাপন সংস্থা Google। বিভিন্ন ওয়েবসাইটে যে বিজ্ঞাপন দেখানো হয় তার বেশিরভাগই Google - এর মাধ্যমে আসে। এবার ভারতে বিজ্ঞাপন দেখানো নিয়ে Google - কে কড়া বার্তা দিল কেন্দ্র। সম্প্রতি ভারতে বিভিন্ন বিদেশি বেটিং সংস্থার বিজ্ঞাপন দেখানো শুরু করেছিল মার্কিন সংস্থাটি। কেন্দ্রের তরফ থেকে Google - কে এই ধরনের বিজ্ঞাপন দেখানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই Google India - কে চিঠি দিয়ে এই ধরনের সব বিজ্ঞাপন অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.