হাওড়া ছেড়ে NJP-র আগে থামবে কোন তিন স্টেশনে? রইল বন্দে ভারতের 'চূড়ান্ত' সফরসূচি


ODD বাংলা ডেস্ক: বন্দেভারত এক্সপ্রেসের সূচি চুড়ান্ত করল রেল। বোলপুর, মালদা টাউন, বারসই স্টেশনে ট্রেন দাঁড়াবে। বুধবার বাদে রোজ ট্রেন চলবে। ট্রেনের নম্বর হল ২২৩০১ ও ২২৩০২। সাড়ে সাত ঘণ্টায় ট্রেন হাওড়া থেকে এনজেপি যাবে। স্টপেজ বাড়ল হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের। বর্ধমানে ট্রেন থামবে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উদ্বোধন হতে চলেছে আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি ট্রেনের উদ্বোধন করতে চলেছেন হাওড়ায়।তার আগে আজই এই বন্দে ভারতে ট্রেনের সফরসূচি নিয়ে রেলমন্ত্রীকে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বোলপুর কিংবা শান্তিনিকেতন স্টেশনে চালু করার আবেদন জানিয়ে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার। এরপরেই রেলের তরফে চূড়ান্ত সূচি জানানো হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.