টিয়া পোষেন? আপনার জীবনে কোনও অশুভ প্রভাব পড়ছে না তো? জানুন

 


ODD বাংলা ডেস্ক: বাড়িতে পোষ্য রাখার শখ অনেকেরই হয়। এমনিতে পোষা পশু বা পাখি পরিবারের আনন্দের কারণ হয়ে দাঁড়ায়। অনেকে নিজের বাড়িতে কুকুর, বেড়াল পোষেন। আবারর অনেকে পাখি পুষতে ভালোবাসেন। এ ক্ষেত্রে টিয়া সকলের প্রথম পছন্দ। কিন্তু টিয়া পাখি পোষা শুভ না-অশুভ তা কী জানা আছে? বাস্তু শাস্ত্র মতে, আমরা বাড়িতে যা-ই আনি না-কেন, তা আমাদের জীবন, সুখ-সৌভাগ্যকে গভীর ভাবে প্রভাবিত করে। তাই বাড়িতে টিয়া পাখি রাখা কতটা শুভ অথবা এর ফলে কোনও অশুভ শক্তির আগমন হবে কি না, তা জেনে রাখা দরকার। এ বিষয়ে কী বলছে বাস্তু শাস্ত্র? জেনে নেওয়া যাক।


বাড়িতে টিয়া পাখি পোষা শুভ কেন?


১. বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর দিকে টিয়া পাখি রাখা অত্যন্ত শুভ। মনে করা হয় এর ফলে সন্তান পড়াশোনায় মনোনিবেশ করতে পারে। পাশাপাশি বাচ্চাদের স্মরণ শক্তিও বৃদ্ধি পায়।


২. বাস্তু অনুযায়ী বাড়িতে টিয়া পাখি পুষলে সেই পরিবারের সদস্যদের অসুস্থতার সম্ভাবনা কমে যায়। পাশাপাশি সকলের মনে হতাশাও কমতে থাকে।


৩. আবার বাড়িতে টিয়া পাখি পুষলে বা টিয়ার ছবি লাগালে রাহু, কেতু এবং শনির কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। টিয়া পাখির প্রভাবে সেই পরিবারে এই পাপ গ্রহের দৃষ্টি পড়ে না। পাশাপাশি টিয়া পুষলে অকালমৃত্যুর ভয়ও কমে যায়।


৪. আবার বাড়িতে খাঁচায় টিয়া পাখি রাখলে, তার হাসিখুশি থাকা অত্যন্ত জরুরি। কারণ ক্ষুব্ধ টিয়াপাখি পরিবারের সদস্যদের অভিশাপ পর্যন্ত দিতে পারে। ফলে সেই পরিবারে বসবাসকারী সদস্যদের জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।



৫. বাস্তু অনুযায়ী টিয়া পাখি পুষলে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক উন্নত হয়। পাশাপাশি ইতিবাচক পরিবেশ বজায় থাকে।


টিয়া পাখি পোষা অশুভ কেন?


১. তবে টিয়া পাখি পোষার আগে কোনও জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। কারণ কোনও ব্যক্তির কোষ্ঠীতে টিয়া পাখি পোষার যোগ না-থাকলে তা কখনও বাড়ি আনবেন না। কারণ এর ফলে আপনাদের অর্থের অপচয় বাড়তে পারে।


২. টিয়া পাখি আপনার বাড়ি এসে আনন্দে না-থাকলে গৃহস্বামীর প্রতি তাদের মনের রোষের সঞ্চার হয়। তাই কোনও পশু-পাখিকে বন্ধক বানিয়ে রাখা উচিত নয়।


৩. বাড়িতে ঝগড়া-বিবাদের পরিবেশ থাকলে টিয়া পাখি না-রাখাই ভালো। কারণ টিয়া সেই শব্দ শুনে তা উচ্চারণ করবে। এর ফলে অশুভ প্রভাব পড়তে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.