গত ৫০ বছরে কি এমন উষ্ণ শীত দেখেছে কলকাতাবাসী? কী বলছে ইতিহাস
ODD বাংলা ডেস্ক: মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ডিসেম্বরের শেষে সর্বনিম্ন তাপমাত্রা এতটা বেশি কি কখনও ছিল? কী বলছে আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান?উষ্ণ ডিসেম্বর এই প্রথম নয়। এর আগেও ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে। দু’-এক বার নয়। ১৯৬৯ সাল থেকে তাপমাত্রার পরিসংখ্যান পেশ করেছে আবহাওয়া দফতর। তাতে দেখা গিয়েছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে এ পর্যন্ত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি ছিল।এর আগে ২০০৪ সালের ২১ এবং ২২ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ওই দু’দিনই শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে।
Post a Comment