ইউটিউব থেকে রোজগার মেনে নিতে না পেরেই কি খুন? বয়ানে অসঙ্গতি ইউটিউবারের স্বামীর
ODD বাংলা ডেস্ক: ঝাড়খণ্ডের ইউটিউবার খুনের ঘটনায় গ্রেফতার স্বামী প্রকাশ কুমার। বুধবার থেকেই দফায় দফায় জেরা করা হয় ওই ইউটিউবারের স্বামীকে। তাঁর বয়ানে ছিল একাধিক অসঙ্গতি। বৃহস্পতিবার অবশেষে গ্রেফতার হন তিনি৷ তবে নিজের দোষ এখনও কবুল করেনি অভিযুক্ত।বাগনানে ঝাড়খণ্ডের বাসিন্দা এক তরুণীর খুনের ঘটনায় রহস্য় ক্রমশ গাঢ় হচ্ছে নিহত তরুণী ঝাড়খণ্ডের জনপ্রিয় ইউটিউব অভিনেত্রী ছিলেন। ঈশা আলিয়া নামে ইউটিউবে একাধিক মিউজিক অ্য়ালবামে অভিনয় করেছেন। তাঁর স্বামী প্রকাশ কুমারও ইউটিউবের পরিচিত মুখ। দু' জনে ইউটিউবের ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। প্রকাশ কুমারের দাবি অনুযায়ী, রাঁচি থেকে কলকাতা আসার পথে বুধবার সকালে হাওড়ার বাগনানে জাতীয় সড়কের উপরে গাড়ি থামান তিনি। তখনই তাঁর উপরে চড়াও হয় তিন দুষ্কৃতী। ছিনতাইয়ে বাধা দিতে গেলে দুষ্কৃতীরা রিয়াকে লক্ষ্য় করে গুলি চালায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।যদিও মৃতার স্বামীর এই বয়ানেই অসঙ্গতি পায় পুলিশ।
Post a Comment