জিও-র ধামাকা প্ল্যান! একবার ৪০০ টাকার রিচার্জ করেই নিশ্চিন্ত হন
ODD বাংলা ডেস্ক: রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য নানা রেঞ্জের প্ল্যান নিয়ে এসেছে। গ্রাহকরা তাদের নিজস্ব অনুযায়ী রিচার্জ করতে পারেন, তাই কোম্পানি ১০০ টাকার কমেরও প্ল্যানও অফার নিয়ে এসেছে। Jio-এর ৩৯৫ টাকার প্ল্যানে গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটি থাকে। আপনি যদি লম্বা প্ল্যান খুঁজছেন, তাহলে এই প্ল্যানটি আপনার জন্য ভাল হতে পারে। অর্থাৎ একবার রিচার্জ করলে প্রায় ৩ মাস অবধি কোনও চিন্তা নেই৷ Reliance Jio-এর এই ৩৯৫ টাকার প্ল্যানে গ্রাহকদের মোট ৬GB ডেটা দেওয়া হচ্ছে। এতে হাইস্পিড ৬ জিবি ডেটা ব্যবহার শেষ হলে ইন্টারনেটের স্পিড হবে ৬৪ কেবিপিএস-এ।এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও, গ্রাহকরা প্ল্যানে ১০০০ টি ফ্রি SMS পান। অতিরিক্ত সুবিধার কথা বললে, ব্যবহারকারীরা Jio-র ৩৯৫ টাকার প্ল্যানে Jio-এর OTT-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যায়। এতে Jio TV, JioCinema, JioSecurity এবং JioCloud ব্যবহার করতে পারেন।
Post a Comment