জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে পরিষেবা থমকে মেডিক্যাল কলেজে, চূড়ান্ত ভোগান্তিতে রোগীরা

ODD বাংলা ডেস্ক: ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভের জেরে চরম বিশৃঙ্খলা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাতভর ঘেরাও কলেজের সুপার। মেডিক্যাল কলেজের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে দেওয়া নিয়ে সোমবার রাত থেকে অশান্তির সূত্রপাত। আগামী ২৬ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত করে দিয়েছে স্বাস্থ্যভবন। সেই খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের একাংশ। মঙ্গলবার সকালেও বিশৃঙ্খলা তা অব্যাহত। যার জেরে ঠিকমতো চিকিৎসা পরিষেবা না পেয়ে চূড়ান্ত ভোগান্তিতে রোগীরা। তাঁরাও পালটা বিক্ষোভে নেমেছেন। অভিযোগ, কাজ করতে দেওয়া হচ্ছে না নার্সিং স্টাফদেরও। সবমিলিয়ে, মেডিক্যাল কলেজ চত্বরের পরিস্থিতি বেশ উত্তপ্ত। থমকে চিকিৎসা পরিষেবা। কখন সমস্ত স্বাভাবিক হবে, তার অপেক্ষায় রয়েছেন রোগীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.