খনি থেকে মিলবে ১৭ হাজার কোটি টাকার সোনা! উত্তোলনের বড় পদক্ষেপ কেন্দ্রের


ODD বাংলা ডেস্ক: বেঙ্গালুরু থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত দেশের সবচেয়ে পুরনো সোনার খনি। এবার সেখানেই খননকার্য চালাবে কেন্দ্র। ব্রিটিশ আমলের ওই খনি থেকে ৫ কোটি টন সোনা উত্তোলনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আর এই খননের জন্য আহ্বান করা হয়েছে দরপত্রও। নিলামে ঠিক করা হবে কারা পাবে খননের দায়িত্ব। কর্নাটকের ওই খনি ২০ বছরেরও বেশি সময়ের জন্য বন্ধ। মনে করা হচ্ছে এখানে ২.১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের সোনা মিলতে পারে। ভারতীয় অঙ্কে যা ১৭৩৭৭ কোটি ৩৬ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা। নতুন প্রযুক্তি ব্যবহার করে সেই সোনা উত্তোলন করতে চাইছে কেন্দ্র। এমনকী অতীতে খনন করা হয়ে যাওয়ার পর পরে থাকা অবশিষ্ট থেকেও বর্তমানে সোনা নিষ্কাশন সম্ভব বলেই দাবি। নামপ্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, কেবল সোনা নয়, এর পাশাপাশি প্যালাডিয়ামও উত্তোলন করতে চাইছে কেন্দ্র। তিনি জানিয়েছেন, ”আমাদের লক্ষ্যই হল ওখানে থাকা প্রক্রিয়াজাত আকরিক থেকেও সোনা তুলে এনে যতটা সম্ভব আর্থিক লাভ করা।” তাঁর আরও দাবি, এবার থেকে সরকার প্রতি মাসেই খননের জন্য নিলাম ডাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.