স্বামীকে একটু একটু করে বিষ দিয়ে খুন!
ODD বাংলা ডেস্ক: পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে একটু একটু করে বিষ দিয়ে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে এক গৃবধূর বিরুদ্ধে।
তারা চক্রান্ত করে ওই ব্যক্তিকে ধীরে ধীরে খুন করেছেন। পুলিশ পরে দু’জনকেই গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে। নিহতের নাম কমলকান্ত।
পুলিশ জানায়, স্ত্রী কবিতার সঙ্গে তার কয়েক বছর আগে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। কিন্তু পরে আবার তারা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একসঙ্গে থাকতে শুরু করেন।
কমলকান্তের ছোটবেলার বন্ধু হিতেশের সঙ্গে কবিতার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানিয়েছে পুলিশ।
কিছু দিন আগে পেটের অসুখে ভুগে মৃত্যু হয় কমলকান্তের মায়ের। তার পরপরই দেখা যায় কমলকান্তও পেটের অসুখে ভুগছেন। তার শারীরিক অবস্থার অবনতি হয় দ্রুত।
চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান, কমলকান্তের রক্তে আর্সেনিক এবং থ্যালিয়ামের পরিমাণ অস্বাভাবিক মাত্রায় বেশি।
মুম্বাইয়ের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কিন্তু গত ১৯ নভেম্বর সেখানে তার মৃত্যু হয়।
এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ। মুম্বাই পুলিশের অপরাধদমন শাখা তদন্তে নামে। গ্রেফতার করা হয় কমলাকান্তের স্ত্রী কবিতা এবং তার প্রেমিক হিতেশকে।
তাদের জিজ্ঞাসাবাদের পর প্রকাশ্যে আসে স্লো-পয়জনিংয়ের চক্রান্তের কথা।
কবিতা জানান, তিনি স্বামীর খাবারে প্রতিদিন একটু একটু করে বিষ মিশিয়ে দিতেন। কমলাকান্তের মায়ের মৃত্যুতেও তাদের হাত রয়েছে কি-না, তা খতিয়ে দেখছে পুলিশ।
Post a Comment