কলকাতাবাসীর জন্য সুখবর, বড়দিনে বেশি রাত অবধি চলবে মেট্রো

ODD বাংলা ডেস্ক: বড়দিনে বাড়ছে মেট্রোর সংখ্যা। ফলে আরও কম সময়ে কলকাতার নানা প্রান্তে পৌঁছে গিয়ে আরও বেশি সময় ধরে ক্রিসমাসের সেলিব্রেশনে মেতে ওঠার সুযোগ পাওয়া যাবে। এবার বড়দিন রবিবার। ছুটির দিনে এমনিতেই অন্যদিনের চেয়ে একটু দেরিতে শুরু হয় মেট্রো পরিষেবা। কিন্তু বড়দিনের কথা মাথায় রেখে আগামী রবিবার আগেভাগেই শুরু হবে মেট্রো চলাচল। মঙ্গলবার কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল ৭টা ৫০ মিনিট থেকে শুরু পরিষেবা। অন্তিম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে।রবিবার কবি সুভাষ-দক্ষিণেশ্বর লাইনে সাধারণত আপ-ডাউন মিলিয়ে ১৩০টি মেট্রো যাতায়াত করে। কিন্তু ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে চলবে মোট ২০৪টি মেট্রো। ফলে দুটি মেট্রোর মধ্যে কমবে সময়ের ব্যবধানও। ১৫ মিনিটের পরিবর্তে ৮ মিনিট অন্তরই পাওয়া যাবে মেট্রো। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.