কলকাতায় মাত্র দেড় মিনিটের ব্যবধানে ছুটতে পারে কলকাতা মেট্রো, স্টেশনে থাকবে ওয়াইফাই পরিষেবাও!
ODD বাংলা ডেস্ক:ভবিষ্যতে প্রয়োজনে দেড় মিনিটের ব্যবধানে ছুটতে পারে মেট্রো। বদল হবে উত্তর-দক্ষিণ মেট্রোর সিগন্যালিং ব্যবস্থা। যাতে খুব কম সময়ের ব্যবধানে মেট্রো চালানো সম্ভব হবে। আবার এবার সমস্ত মেট্রো স্টেশনে বিনামূল্যে মিলবে ওয়াই-ফাই পরিষেবাও। খবর মেট্রো সূত্রে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ধাঁচে এই মেট্রোতেও চালু হবে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি)। যার ফলে দুই মেট্রোর মধ্যে সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব সবসময় বজায় থাকবে। ৯০ সেকেন্ডের ব্যবধানে একটির পিছনে অন্য একটি ট্রেন একই দূরত্ব বজায় রেখে ছুটবে। কোনও দুর্ঘটনা ঘটবে না। এবিষয়ে ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। আগ্রহী সংস্থার সঙ্গে চুক্তি করা হলে সিগন্যাল বদলের কাজ শুরু হবে। তাছাড়া নতুন যে মেধা রেক এই লাইনে ছুটছে সেগুলোও সিবিটিসি সিগন্যালিং-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে নয়া সিগন্যাল ব্যবস্থা চালু হলে এই রেকের ছুটতে কোনও অসুবিধা হবে না।
Post a Comment