এক ধাক্কায় কমল তাপমাত্রা! নিম্নচাপের মেঘ কাটতেই ইনিংস শুরু উত্তুরে হাওয়ার
ODD বাংলা ডেস্ক: বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের জেরে কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা গত কয়েক দিন ধরে ছিল ঊর্ধ্বমুখী। তবে নিম্নচাপের মেঘ কেটে গিয়েছে। উত্তুরে হাওয়া আবার ঢুকতে শুরু করেছে বাংলায়। ফলে সোমবার এক ধাক্কায় বেশ খানিকটা পারদ নামল কলকাতায়। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি বেশি। রবিবারের তুলনায় তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
Post a Comment