এক ধাক্কায় তাপমাত্রা কমল ৬ ডিগ্রি! নতুন বছরে কি দেখা মিলবে শীতের?

ODD বাংলা ডেস্ক: কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে রাতের সর্বনিম্ন তাপমাত্রা আজ থেকে ১৫ ডিগ্রির ঘরে নেমে আসবে। তবে এই পারদ পতন আপাতত দু'দিন স্থায়ী হবে। বর্ষশেষের রাত থেকে ফের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির ঘরে ঢুকে পড়বে। নতুন বছরের প্রথম কয়েকটি দিন শীতের আমেজ সেভাবে মিলবে না বলেই খবর।উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী দুই দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমলেও ৩১ ডিসেম্বর থেকে তা বাড়তে পারে। বঙ্গোপসাগরের বয়ে আসা বাতাসের জলীয় বাষ্পের জেরেই এই পরিস্থিতি। বড়দিনের মতো বর্ষশেষ এবং বর্ষবরণ শীতকালের ঠান্ডার অনুভূতি থেকে বঞ্চিত থাকতে হবে কলকাতাবাসীকে। আবহাওয়া দফতরের ওয়েবসাইট অনুযায়ী, ২৯ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ জিগ্রি, ৩০ তারিখ তা হতে পারে ১৪ ডিগ্রি। এরপর ফের সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে কলকাতায়। এর জেরে বর্ষবরণে কনকনে ঠান্ডা থাকবে না কলকাতায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.