উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, বড়দিনের আমেজ হতে পারে মাটি
ODD বাংলা ডেস্ক: জাঁকিয়ে পড়তে না পড়তেই বার বার চরিত্র বদল করছে চলতি বছরের শীতের মরসুম। কয়েক দিন হাড় কাঁপানো ঠান্ডা, তো কোনও দিন আবার গায়ে শীতের পোশাক চাপিয়ে রাখা দায়। যদিও গত দু’দিন ধরে পারদ নিম্নমুখী। তার জেরে শুক্রবারও কলকাতার তাপমাত্রা কিছুটা কমেছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।শুক্রবার, ঘন কুয়াশা চাদরে ঢেকেছে ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের বেশির ভাগ এলাকা। বিশেষ করে চা বাগান এবং পাহাড় লাগোয়া এলাকায় এলাকায় কুয়াশার ঘনত্ব বেশি। তার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস।
Post a Comment