বড়দিনে কি শীতের দেখা মিলবে, কী বলছে হাওয়া অফিস

ODD বাংলা ডেস্ক: ডিসেম্বর মাসের শেষ মানেই বড়দিন এবং শীতের কনকনে মেজাজ। কিন্তু এ বছর আবহাওয়া খানিকটা আশাভঙ্গ করতে পারে শীতপ্রেমীদের। বড়দিনে তাপমাত্রার পারদ উপরের দিকেই থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী দিন দু’য়েকের মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। ‌মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ১ ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা সামান্য কমতে দেখা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.