যৌনতার ফাঁদে ফেলে হাতান লক্ষ লক্ষ টাকা, অর্থ তছরুপের মামলায় ইডির হাতে ধৃত অর্চনা
ODD বাংলা ডেস্ক: আর্থিক তছরুপের মামলায় এ বার ওড়িশার ‘সিরিয়াল ব্ল্যাকমেলার’ অর্চনা নাগকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রভাবশালীদের যৌনতার জালে জড়িয়ে তাঁদের ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গত অক্টোবর মাসে অর্চনাকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলার তদন্তে নেমে সম্প্রতি অর্চনাকে হেফাজতে নিয়েছিল ইডি। মঙ্গলবারই সেই হেফাজতের মেয়াদ শেষ হয়। মঙ্গলবার আর্থিক তছরুপের মামলায় অর্চনাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।হেফাজতে থাকাকালীন অর্চনা তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেছে ইডি। জেরা পর্বে মুখ খুলছেন না অর্চনা। যার জেরে ব্যাহত হচ্ছে তদন্তপ্রক্রিয়া। এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও ইডির দাবি অস্বীকার করেছেন অর্চনার আইনজীবী।
Post a Comment