লেজার ট্রিটমেন্টের আগে-পরে

 


ODD বাংলা ডেস্ক: শরীরে অবাঞ্চিত লোমের সংখ্যা বেশি হলে সমস্যা। আবার শরীরের অনেকাংশেই অবাঞ্ছিত লোম দেখা যায়। যা কিনা অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। 

বিশেষজ্ঞরা বলেন, হরমোনের কারণে অনেক ক্ষেত্রে লোমের ঘনত্ব এতটাই বেশি হয় যে, ওয়াক্স করার পরের দিনই রেজারের সাহায্যে রোম তুলতে হয়। এই সমস্য়া থেকে মুক্তি পেতে অনেকেই আজকাল লেজার ট্রিটমেন্টের দিকে ঝুঁকছেন। অনেকেই মনে করেন, এই ট্রিটমেন্ট করলে, একেবারে সারাজীবনের জন্য অবাঞ্ছিত রোম থেকে মুক্তি। 


বিশেষজ্ঞরা বলছেন, লেজার করলে মোটামুটি তার প্রভাব ছয় মাস থাকে। অনেক সময় দেখা যায়, এর প্রভাব আরও কম। এই ট্রিটমেন্ট অনেকটাই জটিল ও খরচসাপেক্ষ। তা লেজার করার আগে অবশ্য়ই কিছু জিনিস মাথায় রাখা উচিত।


>> লেজার করার কয়েক সপ্তাহ আগে ওয়াক্স বা সুতা দিয়ে রোম তোলার চেষ্টা করবেন না। এতে সমস্যা বাড়তে পারে।


>> লেজার করানোর কয়েকদিন আগে থেকে অধিকমাত্রায় প্রসাধনী ব্যবহার করা বন্ধ করে দিন। বিশেষ করে অ্যান্টি-এজিং প্রসাধনী ব্যবহার করবেন না। শুধু ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। ফেসিয়াল করা বা ফেস মাস্ক ব্যবহার না করাই ভাল। 


>>লেজার ট্রিটমেন্ট করার বেশ কয়েকদিন আগে থেকে সুইমিং পুলের জলে সাঁতার কাটা একেবারেই বন্ধ করে দিন।


 ট্রিটমেন্টের পড়ে করণীয়


>> ত্বকে নিয়মিত অ্যালোভেরাযুক্ত ক্রিম ব্যবহার করুন। ব্যবহার করতে পারেন ক্যালামাইনযুক্ত ক্রিমও।


>> দিতে অন্তত, তিন থেকে চারবার সানস্ক্রিন ব্যবহার করুন।


>> খাবারের দিকেও নজর দিতে হবে। প্রচুর শাক-সবজি খেতে হবে। দিনে আট থেকে দশ গ্লাস জল খেতে হবে।


>> জিমে না গিয়ে, বাড়িতেই শরীরচর্চা করতে হবে। প্রয়োজনে সাইকেল চালানো যেতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.