মদ কেনার টাকা না দেওয়ায় প্রতিবেশী মহিলাকে কুপিয়ে খুন!
ODD বাংলা ডেস্ক: মদ কিনতে প্রতিবেশী মহিলার কাছে টাকা চাওয়া হয়েছিল। টাকা না দেওয়ায় সেই মহিলাকে কুপিয়ে খুন করলেন পানাসক্ত এক ব্যক্তি। মহারাষ্ট্রের থানে জেলার ডোম্বিভলি এলাকার ঘটনা। নিহত মহিলার নাম বৈশালী মাসদুদ (৪৪)। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। মানপাদা থানার এক আধিকারিক বুধবার জানিয়েছে, নিহত বৈশালী এবং তাঁর ছেলের কাছ থেকে প্রায়ই মদ কিনতে টাকা ধার নিতেন অভিযুক্ত। আর এই নিয়ে নিহতের পরিবার বিরক্ত ছিলেন। বুধবার সকালেও মদ খাওয়ার টাকা ধার নিতে মৃতার বাড়িতে যান অভিযুক্ত। কিন্তু বৈশালী ওই ব্যক্তিকে টাকা দিতে সাফ অস্বীকার করেন।
Post a Comment