''ভিতরে ভিতরে উনি ইঁদুর'', মোদীকে ফের কটাক্ষ খাড়গের!
ODD বাংলা ডেস্ক: সম্প্রতি অরুণাচলের তাওয়াংয়ে চিনা আগ্রাসন প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁকে বলতে শোনা যায়, ”উনি (মোদী) বাইরে সিংহের মতো কথা বলেন। কিন্তু ভিতরে ভিতরে উনি ইঁদুর। আমরা দেশের সঙ্গে আছি। কিন্তু সরকার তথ্য গোপন করছে।” এখানেই শেষ নয়। বিজেপিকে আক্রমণ করে খাড়গের কটাক্ষ, ”আপনাদের বাড়ির কুকুরটাও কি দেশের জন্য প্রাণ দিয়েছে? তাও আপনারা নিজেদের দেশভক্ত বলে দাবি করেন। অথচ আমরা কিছু বললেই আমাদের দেশদ্রোহী বলে দেগে দেওয়া হয়।” পাশাপাশি তাঁর দাবি, কংগ্রেস দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মতো নেতানেত্রীরা তাঁদের প্রাণ উৎসর্গ করেছেন। প্রসঙ্গত, এর আগে তিনি মোদীকে
Post a Comment