'স্মাইল স্মাইল, অলওয়েজ স্মাইল', মেঘালয়ের ক্রিসমাস উৎসবে বার্তা মমতার
ODD বাংলা ডেস্ক: মেঘালয় সফরে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবারে তাঁর সফরসঙ্গী হয়েছেন অভিষেক। মঙ্গলবার সকালে দলীয় কর্মিসভা শেষে বিকেলে ক্রিসমাসের অনুষ্ঠানে যোগ দিলেন তৃণমূলনেত্রী।ক্রিসমাসের অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুশি মমতা। বললেন, "শিশুরাই ভবিষ্যৎ। তাদের অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাথে এখানে থাকা আমার কাছে দারুণ অভিজ্ঞতা।" মমতা বলেন, "আমরা কলকাতায় ক্রিসমাস ফেস্টিভ্যাল করি৷ আপনারা এখানে আগেই শুরু করেছেন। গোটা উত্তর-পূর্ব ভারতকে আমার শুভেচ্ছা।"অনুষ্ঠানে উপস্থিত সঙ্গীতশিল্পীদেরও প্রশংসা করেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, "যাঁরা এখানে গান গাইলেন তাঁদের ভালবাসা। আমি নিজেও মিউজিক ভালোবাসি।" সবশেষে সকলকে ক্রিসমাসের আগাম শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "নতুন বছর হাসি নিয়ে আসুক। স্মাইল স্মাইল, অলওয়েজ স্মাইল। একতাই আমাদের শক্তি। আত্মবিশ্বাসী থাকুন।"
Post a Comment