১০০ দিনের কাজে অ্যাপে হাজিরা বাধ্যতামূলক, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

ODD বাংলা ডেস্ক: ১০০ দিনের কাজে হাজিরা নিয়ে একাধিক অভিযোগ ওঠে। এই পুরো পদ্ধতি যাতে ডিজিটাল করা হয় সেজন্য আগে থেকেই পদক্ষেপ করা হয়েছিল। এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ১০০ দিনের কাজে হাজিরা দেওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে নতুন বছরের ১ জানুয়ারি থেকে। এবার থেকে মনরেগা প্রকল্পে কর্মীদের ডিজিটালি হাজিরা দিতে হবে। জানা গিয়েছে, অ্যাপে কোনও কর্মী কোথায় কর্মরত তা নির্দিষ্ট কর্মীর ছবি দিয়ে উল্লেখিত থাকবে। কাজের সময় হাজিরা এবং কখন তা শেষ হচ্ছে যাবতীয় তথ্যের বিস্তারিত উল্লেখ থাকতে চলেছে। অতীতে ১০০ দিনের কাজে হাজিরা নিয়ে অভিযোগের প্রেক্ষিতে হাজিরা এভাবে ডিজিটাল করে দেওয়া একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.