পর্ন তারকা মিয়া খলিফা ফিরে যেতে চান সেই জীবনে

 


ODD বাংলা ডেস্ক: প্রায় ৭ বছর নীলছবির তারকা অভিনেত্রী হিসাবে কাজ করেছেন। হঠাৎ পিছু টানে তার ফেলে আসা জীবন। যে জীবনে তিনি তারকা ছিলেন না ঠিকই কিন্তু এমন অসহায়ত্বের শিকারও ছিলেন না। নীল ছবিতে কাজ করার অভিজ্ঞতা করুণ। এই তারকা অভিজ্ঞতা থেকে জানিয়েছেন সেই করুণ গল্প।

এক ছবিতে তিনি হিজার পরিধান করে তিনজন পুরুষের শয্যাসঙ্গী হয়েছিলেন। যা নিয়ে পশ্চিম এশিয়ার দেশগুলিতে বিস্তর গোলমাল এবং বিতর্ক হয়েছিল। এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করে মিয়া জানিয়েছেন, ওই সময়ে প্রায় টানা ৩ মাস তিনি নরকযন্ত্রণা ভোগ করেছেন।



মিয়া খলিফা বলেছেন, পর্ন দুনিয়ায় থাকাকালীন ঐ ৩ মাসের অভিজ্ঞতা জীবনে ভুলব না আমি। আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল ঐ তিন মাস। তবে ওই ৩ মাসে জীবন আমাকে অনেক কিছু শিখিয়েও দিয়েছিল। সেই অভিজ্ঞতালব্ধ শিক্ষাকেই কাজে লাগিয়ে মিয়া বদল আনতে চান তার পুরনো দুনিয়ায়। যে দুনিয়া তাকে খ্যাতি যেমন দিয়েছে, তেমনই ফেলেছে বিড়ম্বনাতেও।



বর্তমানে এই তারকা একজন সঞ্চালক। সঞ্চালনার কাজ করেন মিয়া। নিজের পুরনো জীবনকে তিনি সম্পূর্ণ ভাবেই বাদ দিয়ে দিয়েছেন তার বর্তমান এবং ভবিষ্যৎ থেকে। মিয়া তার অভিজ্ঞতা থেকেই জেনেছেন, এই পেশার জগতকে বদলানো সম্ভব নয়। কারণ, যৌন পেশা পৃথিবীর আদিতম পেশা। এর নিজস্ব চরিত্র আছে। যা দীর্ঘ দিন ধরে তৈরি হয়ে এসেছে। তাই এখানে বদল চাইলে নিজেকেই মানসিকতা বদলাতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.