জ্যাকলিনের বিরুদ্ধে ২০০ কোটির মানহানি মামলা করলেন নোরা ফতেহি!
ODD বাংলা ডেস্ক: জ্যাকলিন ফার্নান্দেজ এর বিরুদ্ধে দুশো কোটি টাকার মানহানির মামলা করেছেন নোরা ফতেহি। কিন্তু কারণ? এমনিও পুলিশ আইনি ঝামেলা পিছু ছাড়ছে না জ্যাকলিনের। তাঁর মধ্যে আবারও এক নতুন করে মামলা? নোরা জানিয়েছেন, আজ দীর্ঘদিন দুজনের মধ্যে বিভিন্ন কারণে বিবাদ চলছে। নোরা অভিযোগ করেছেন, যে জ্যাকলিন নানা ধরনের মানহানিকর কথাবার্তা বলেছেন। জ্যাকলিন নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েই নোরাকে কোণঠাসা করার চেষ্টা চালিয়েছেন! নোরার অভিযোগ বলছে, জ্যাকলিন নিজের কেরিয়াকে এগিয়ে নিয়ে যেতেই তাঁর বিরুদ্ধে নানান অপরাধমূলক কাজ করেছেন। বিভিন্ন সময়ে মানহানির চেষ্টা করেছেন। যেহেতু একই জায়গায় কাজ করছেন তাই অন্যান্য কারণের মধ্যে এটাও রয়েছে। যদিও বা একথা অজানা নয় যে নোরা এবং জ্যাকলিন দুজনকেই সুকেশ চন্দ্রশেখর মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।
Post a Comment