কলকাতার ২১টি দর্শনীয় স্থান ঘুরে বেড়ান মাত্র ১ টিকিটেই! বড় ঘোষণা মন্ত্রীর


ODD বাংলা ডেস্ক:কলকাতাবাসীদের জন্য সুখবর। শীতের মরশুমে কলকাতা ঘুরে বেড়ান মাত্র একটি টিকিটেই।এক টিকিট ঘোরা যাবে ইকো পার্ক, নিকো পার্ক, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া-সহ শহরের ২১টি দর্শনীয় স্থান। টিকিটের মেয়াদ সাতদিন। দাম মাত্র ৪৯৫ টাকা। উৎসবের মরশুমের শুরুতে বড় ঘোষণা বাংলার পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র।এই ২১টি দর্শনীয় স্থানের তালিকায় রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম, নেতাজি ভবন, নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, স্মরণিকা ট্রাম মিউজিয়াম, এশিয়াটিক সোসাইটি, আরকে মিশন স্বামী বিবেকানন্দ হাউস অ্যান্ড কালচারাল সেন্টার, সায়েন্স সিটি, নিকোপার্ক, রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ, এয়ারক্র্যাফ্ট মিউজিয়াম, ইকোপার্ক, আলিপুর মিউজিয়াম, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, গান্ধী আশ্রম, নাট্যশোধ সংস্থা, কলকাতা পোর্ট মেরিটাইম হেরিটেজ মিউজিয়াম, স্টেট আর্কিওলজিকাল মিউজিয়াম এবং কলকাতা পুলিশ মিউজিয়াম। খুব শীঘ্রই চিড়িয়াখানা এবং বিড়লা প্ল্যানেটোরিয়ামও জুড়বে এই তালিকায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.