করোনা নিয়ে দুশ্চিন্তায় বিশ্ব, নয়া ভ্যারিয়্যান্ট রুখতে কতটা তৈরি ভারত?


ODD বাংলা ডেস্ক: ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন-এর দাবি অনুসারে চিনের জনসংখ্যার এক তৃতীয়াংশ আগামী এপ্রিলের মধ্যে করোনায় সংক্রমিত হবেন। চিনের এই পরিস্থিতিতে ফের একবার আতঙ্কে গোটা দুনিয়া। ভারতে এরমধ্যেই ওমিক্রনের নতুন ভ্যারিয়্যান্টে চার সংক্রমিতের খোঁজ মিলেছে। পরিস্থিতি পর্যালোনায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী। দিল্লি, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও বৈঠকে বসেছেন। প্রশ্ন উঠছে এই সংক্রমণ সামাল দিতে কতটা তৈরি ভারত?রাজ্যগুলিকে পরিস্থিতি সামালে সব করোনা পজেটিভ নমুনা INSACOG ল্যাবে পাঠাতে বলেছে কেন্দ্র। এই ল্যাবেই জেনোম সিকোয়েন্সিং করে করোনার নতুন ভ্যারিয়্যান্ট চিহ্নিত করা সম্ভব। ৩৮ টি গবেষণা সংস্থা নিয়ে INSACOG তৈরি। দশটি ল্যাবে জোনোম সিকোয়েন্সিংয়ের প্রাথমিক কাজ হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.