২৫ ডিসেম্বর নয়, পৃথিবীর বহু দেশে যিশুর জন্মদিন পালিত হয় যে তারিখে
ODD বাংলা ডেস্ক: বড়দিন বলতেই অনেকে এক কথায় বোঝেন ২৫ ডিসেম্বর। দেশে-বিদেশে এই দিনই যিশুর জন্মদিন পালন করেন বহু মানুষ। কিন্তু জানেন কী, কিছু কিছু দেশে ২৫ ডিসেম্বর নয়, বড়দিন উদ্যাপন করা হয় জানুয়ারি মাসের ৬ কিংবা ৭ তারিখে?
মধ্য এশিয়া এবং পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশে ২৫ ডিসেম্বরের আনুষ্ঠানিক তারিখের বদলে ১৩ দিন পরে বড়দিন উদ্যাপন করার চল রয়েছে। এই বিষয়টির নেপথ্যে রয়েছে ভিন্ন ক্যালেন্ডার। বিশ্বের বেশির ভাগ মানুষ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করেন। কিন্তু এই দেশগুলোতে বহু মানুষ জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে।
তালিকায় রয়েছে বেলারুশ, মিশর, জর্জিয়া, ইথিওপিয়া, কাজাখস্তান, সার্বিয়ার মতো দেশ। অন্য ক্যালেন্ডার ব্যবহার করার পেছনেও রয়েছে ধর্মীয় বিশ্বাস। খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের মধ্যে অর্থোডক্স খ্রিস্টান নামের একটি অংশ রয়েছে। এই অংশের মানুষরা সাধারণ ভাবে জুলিয়ান ক্যালেন্ডার মেনে চলেন।
রাশিয়ার বহু অঞ্চলেও ৭ জানুয়ারি বড়দিন উদ্যাপনের চল রয়েছে। ইতালির বিভিন্ন অংশে ৬ জানুয়ারি বড়দিনের উৎসব পালন করা হয়। অনেকে মনে করেন, যিশুর জন্মের ১২ দিনের মাথায় ৩ জন জ্ঞানী ব্যক্তি তাকে দেখতে আসেন ও তিনটি উপহার দিয়ে যান। সেই কথা মাথায় রেখেই এই প্রথা প্রচলিত রয়েছে সে দেশে।
Post a Comment