জামিন অধরাই, নতুন বছরের শুরুটাও হাজতে কাটবে অপা-র!
ODD বাংলা ডেস্ক: ২০২৩-এর শুরুটা জেলেই কাটবে পার্থ-অর্পিতার। ৭ জানুয়ারি অবধি তাঁদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিলেন ব্য়াঙ্কশাল আদালতের বিচারক। বুধবার টেট দুর্নীতি মামলায় দুজনকে ভারচুয়ালি আদালতে পেশ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও এদিন পার্থ-অর্পিতার আইনজীবীরা জামিনের আবেদন জানাননি। বরং পার্থ চট্টোপাধ্যায়কে মামলার শুনানি থেকে অব্যাহতি দেওয়ার আরজি জানানো হয়েছিল। সেই আরজির শুনানি আগামী ৩১ জানুয়ারি।এদিন আইনজীবীরা মামলা থেকে পার্খ চট্টোপাধ্যায়কে অব্যাহতি দেওয়ার আরজি জানান। পাল্টা ইডির আইনজীবীদের দাবি, পার্থ ও অপির্তা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত। এভাবে তাঁকে অব্যাহতি দেওয়া যায় না। এর জন্য় আইনি পদক্ষেপ করতে হয়। এর জন্য চার সপ্তাহ সময় চেয়েছে পার্থর আইনজীবীরা। ফলে এই মামলার পরবর্তী শুনানি ৩১ জানুয়ারি।
Post a Comment