বিহারেও বয়কটের ডাক শাহরুখের পাঠান-এর! মুক্তি পেলে হামলার হুমকি বিজেপি নেতার
ODD বাংলা ডেস্ক: পাঠান নিয়ে বিতর্ক অব্যাহত। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই নিত্য নতুন বিতর্ক দানা বাঁধছে। মধ্যপ্রদেশের হিন্দু ও মুসলিম সংগঠন পাঠান মুক্তিতে বাঁধ সেধেছে। অখিল ভারতীয় হিন্দু মহাসভা সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন যৌথভাবে পাঠান মুক্তির বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করেছিল।বিজেপি নেত্রী প্রজ্ঞা সিং ঠাকুর পাঠান বিতর্কে ঘৃতাহুতি দিয়েছেন। আগ্রাতেও দাহ করা হয়েছ কুশ পুতুল। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র পাঠান থেকে আপত্তিকর দৃশ্য সরানোর দাবি জানিয়েছেন। সেই একই পথে হেঁটেছে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম। এবার পাঠান বিতর্কের আঁচ গিয়ে পড়ল বিহারে। বিজেপি নেতা হরি ভূষণ ঠাকুর বিহারে পাঠানের মুক্তি ঘিরে হুঁশিয়ারি দিলেন।
Post a Comment