উজ্জ্বল ভাগ্য নিয়ে জন্মান ডিসেম্বরের জাতক, ধনী ও পরিশ্রমী হন এঁরা
ODD বাংলা ডেস্ক: ব্যক্তির স্বভাব, ব্যক্তিত্বের জন্য শুধুই তাঁদের রাশি, গ্রহ-নক্ষত্রই দায়ী নয়, বরং ব্যক্তি কোন মাসে জন্মগ্রহণ করছে, তা তাঁদের স্বভাব ও ভবিষ্যৎকে প্রভাবিত করে। জ্যোতিষ শাস্ত্রে ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতকরা নানান গুণে সমৃদ্ধ। এঁরা অত্যন্ত উচ্চাকাঙ্খী হন। পাশাপাশি ভাগ্যের সঙ্গ পান এই জাতকরা। পাশাপাশি এঁরা অত্যন্ত জেদি স্বভাবের হন। আবার ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারীরা আপনাদের রহস্যময় মনে হতে পারে। তাই এঁদের বোঝা মুশকিল হয়ে পড়ে। ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারীদের সম্পর্কে কী বলছে জ্যোতিষ শাস্ত্র জেনে নেওয়া যাক।
ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারীদের স্বভাব ও ব্যবহার
এই রাশির জাতকরা যতটা পরিশ্রমী হতে পারেন, ততটাই অলস হয়ে পড়েন। হাতে কোনও কাজ নিলে তা সফল করার জন্য উঠে পড়ে লাগেন। কিন্তু সেই কাজ শেষ হওয়ার পর একবার স্বস্তির নিঃশ্বাস নিলেই এঁরা অলস হয়ে যান। এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা নিজের কথা দিয়ে যে কোনও ব্যক্তির মন জয় করতে পারেন এবং তাঁদের নিজের বন্ধু করে নেন। মিশুকে, হাসিখুশি স্বভাবের হন এই রাশির জাতকরা। এ কারণে ডিসেম্বর মাসে জন্মানো শিশুদের কাছে বন্ধুদের কোনও অভাব হয় না। তবে খুব শীঘ্র অহংকারী হয়ে পড়েন এই মাসের জাতকরা। দার্শনিক বিচারধারা সম্পন্ন ও বুদ্ধিমান হন এঁরা। এই জাতকরা যে ক্ষেত্রে পা রাখেন, তার সম্পূর্ণ তথ্য অর্জন করেন। বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে ভালোবাসেন ডিসেম্বর মাসে জন্মানো জাতক।
এই মাসের জাতকদের আর্থিক পরিস্থিতি
জ্যোতিষ বলছে এই মাসে জন্মগ্রহণকারী জাতকরা নিজের পরিশ্রম ও যোগ্যতার জোরে জীবনে ভালো আয় করতে পারেন। স্বভাবগত ভাবে উদার হন। এঁরা অন্যকে সাহায্য করতে ভালোবাসেন। এই জাতকরা দয়ালু হন। এ কারণে সহজে সকলের সাহায্য করতে প্রস্তুত থাকেন।
অন্য দিকে ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারী জাতকরা টাকা-পয়সার দিক দিয়ে অত্যন্ত সতর্ক থাকেন। ব্যবসায় ভালো ধন অর্জন করেন এই রাশির জাতকরা। বাকপটু হওয়ায় ক্লায়েন্টদের সঙ্গে ভালো চুক্তি করে মুনাফা অর্জন করতে পারেন। ঝুঁকি নিতে দ্বিধা করেন না। ৩০ বছরের কাছাকাছি এসে এই জাতকদের ভাগ্যের তারা উজ্জ্বল হয়। অপ্রয়োজনীয় ব্যয় এক্কেবারেই পছন্দ করেন না এই জাতকরা। তবে পরিবারের আনন্দের জন্য যে কোনও পর্যায়ে যেতে পারেন এই মাসে জন্মগ্রহণকারী জাতকরা। পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের ক্ষমতার চেয়ে বেশি ব্যয় করে বসেন এঁরা।
স্বাস্থ্য
জ্যোতিষ মতে এই মাসে জন্মগ্রহণকারী জাতকদের স্বাস্থ্যে সবসময় ওঠা-পড়া লেগে থাকে। আবহাওয়া পরিবর্তনের সময় এঁরা সহজেই অসুস্থ হয়ে পড়েন। যে কোনও রোগে গ্রস্ত হতে বিলম্ব হয় না। হাড়া ও শিড়ার সমস্যায় কষ্ট পান এই মাসে জন্মগ্রহণকারী জাতকরা।
Post a Comment